আখাউড়ায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০কেজি গাঁজাসহ মো: নাছির উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।।


বিজ্ঞাপন

ওই মাদক কারবারি হলো কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে। এসময় মাদক কাজে ব্যবহৃত নাম্বার বিহীন একটি সিএনজি জব্দ করা হয়েছে

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে উপজেলার ধরখার এলাকার চান্দপুর  এলাকায় এ অভিযান চালিয়ে  ৫০ কেজি গাঁজাসহ তাকে  হাতে নাতে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন, বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

গাঁজা এবং সিএনজি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা হয়েছে।১০ /৯ /২০২৫ তারিখে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *