নিজস্ব প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মুকুন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কামালমোড়া নামক এলাকা দিয়ে ইয়াবার একটি চালান ভারত থেকে বাংলাদেশে আসবে।
এ প্রেক্ষিতে আনুমানিক ১১ টায় মুকুন্দপুর বিওপির টহলদল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল ১১,৮৭৫ পিস ভারতীয় ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে। জব্দকৃত ইয়াবার সিজার মূল্য ৩৫,৬২,৫০০ টাকা।
আটককৃত ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালজোড়া গ্রামের মুলু হোসেনের ছেলে মোঃ রাকিব হোসেন(২৫) এবং গনেশ রাম গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ অন্তর (১৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবাসহ বিজয়নগর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।