দুর্নীতিতে জিরো টলারেন্স” চাঁপাইনবাবগঞ্জের নবগত জেলা প্রশাসক

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

এ কে এম বাদরুল আলম, (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জে নবগত জেলা প্রশাসক জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগত জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম।


বিজ্ঞাপন

এসময় মতবিনিময় সভায়, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, তিনি আইনের মধ্যে থেকে কাজ করবেন, কে খুশি হলো, কিংবা কে বেজার হলো সেটা তার কাছে বিবেচ্য বিষয় হবে না। এছাড়াও জেলা প্রশাসক বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স বাস্তবায়ন করবো।


বিজ্ঞাপন

এসময় বক্তরা, হাসপাতাল, পাসপোর্ট অফিস, সড়কের যানজট, সড়কের ওপর বাজার বসানো, বিভিন্ন অফিসের অনিয়ম দুর্নীতির বিষয়ে তুলে ধরেন। সাংবাদকর্মীদের তথ্য প্রদানে বিভিন্ন দপ্তরের অনিহার কারণে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে বলে জেলা প্রশাসককে অবহিত করেন। সেসাথে মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *