ডেস্ক রিপোর্ট : নভেল করোনাভাইরাসে ইরানে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির একটি সংবাদমাধ্যম। দ্য গার্ডিয়ানেও সেই খবর প্রকাশ করা হয়েছে। তবে সরকার বলছে, মৃত্যু হয়েছে ১২ জনের।
সোমবার দেশটির আইনপ্রণেতা আহমদ আমিরবাদী ফারাহানী দাবি করেন, কোভিড-১৯ ভাইরাসে মৃত্যুর সংখ্যা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় মিথ্যাচার করছে।
সংস্কারপন্থী নিউজ এজেন্সি আইএলএনএকে ফারাহানী বলেন, শুধুমাত্র কোম শহরেই ৫০ জন মারা গেছে। অন্য সংবাদমাধ্যমে আসল সংখ্যা প্রচার করা হচ্ছে না। তারা সরকারের মিথ্যাচারটাই সামনে আনছে।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিয়ে লাইভে আসেন। তিনি বলেন, ‘আমি সুনিশ্চিতভাবে বলছি এটি মিথ্যা খবর। এখন পর্যন্ত ৬৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ জন।’
ইরানে নিহতদের সংখ্যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করে কিছু বলেনি। সরকারের দেওয়া ১২ জনের তথ্যকেই তারা মেনে নিয়েছে। তাদের দেওয়া তথ্য মতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইরাসটিতে গোটা পৃথিবীতে ২৬২০ জনের মৃত্যু হয়েছে। যে হুবেই প্রদেশ থেকে এটি ছড়িয়েছে সেখানেই শুধু মারা গেছে ২৪৯৫ জন।