প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন এমএইচ মিডিয়া গ্রুপ লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক : ভিত্তিহীন নয়, সত্যের সাথে সবসময় এই স্লোগানকে সামনে রেখে দৈনিক বাংলার কন্ঠ সংবাদ ও আলোচিত সংবাদ পত্রিকার ৫ম বর্ষ উৎযাপন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসর কামরাঙ্গীরচরে পত্রিকার অফিসে অনুষ্ঠিত হয়েছে।
এমএইচ মিডিয়া গ্রুপের দৈনিক বাংলার কন্ঠ সংবাদ ও আলোচিত সংবাদ পত্রিকাটি হাটি হাটি পা পা করে সফলতার সাথে ৫ বছর পার করেছে। দৈনিক বাংলার কন্ঠ সংবাদ ও আলোচিত সংবাদ পত্রিকার প্রতিটি প্রতিনিধির নিরলস প্রচেষ্টায় আজ সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিনিধি সম্মেলনে সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ তুলে ধরায় ৫ জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এদের মধ্যে রয়েছে নবরকত উল্লাহ, স্টাফ রিপোর্টার, (জেনারেল নিউজ), আঃ খালেক মন্ডল, স্টাফ রিপোর্টার, (ক্রাইম ও মাদক), অপু কিরণ, স্টাফ রিপোর্টর, (জেনারেল ও ক্রাইম), আপন মাহমুদ, রিপোর্টার, (পরিবেশ) ও মোঃ মনির হোসেন রিপোর্টার, (আবহাওয়া)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক বরকত উল্লাহ, আঃ খালেক মন্ডল, অপু কিরণ।
বিশেষ অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বলেন, বর্তমানে সাংবাদিকদের মধ্যে কোন মিল নেই। কোন একতা নেই। যার ফলে এখন সব জায়গাতেই সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে। হামলার কোন প্রতিবাদ আমরা করি না।

আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। যতদিন সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না হবে তত দিন সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন বন্ধ হবে না।
তিনি আরও বলেন, আজকের সম্মেলনে এসে আমি আনন্দিত হয়েছি। এজন্য আমি এমএইচ মিডিয়া গ্রুপ লিমিটেডকে ধন্যবাদ জানায়।
অনুষ্ঠানে খালেক মন্ডল বলেন, বাংলার কন্ঠ সংবাদ ও আলোচিত সংবাদ পত্রিকাটি একটি সত্য ও ন্যায়ের প্রতিক। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করি।
যারা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে তাদের শত্রু বেশি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইমরান, সোহেল, সজীব, শাহ আলম, সালাউদ্দিন, আপন, মনির হোসেনসহ অন্যান্য ব্যক্তি বর্গ।