সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’।


বিজ্ঞাপন

অপরদিকে, বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে ‘তথ্য জানার অধিকার দিবস-২০২৪’ এর স্লোগানের শিরোনাম দিয়েছে ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. সারোয়ার হোসেন, সনাক সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান মনি, ডক্টর মুফতি আক্তারুজ্জামান,জেলা শিক্ষা অফিসার মাওলানা মোঃ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তথ্য পাওয়ার অধিকার সকলের রয়েছে। তথ্য অধিকার আইনে ফি দিয়ে আবেদন করতে হয়, এটি অনেকে জানেন না। যার ফলে আমাদের উপর অনেক সময় অসন্তুষ্ট হন আপনারা। তদন্ত চলাকালীন কোন মামলার বা বিচারাধীন কোন মামলার তথ্য দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে বিধি নিষেধ রয়েছে। তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, তথ্যের সত্যতা যাচাই না করে গুজব ছড়াবেন না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *