নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর দিয়ে সিলেট হতে এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ঢাকায় যাচ্ছে।
এ প্রেক্ষিতে বিজিবির একটি বিশেষ আভিযানিকদল বিজয়নগর-ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যানটিকে চ্যালেঞ্জ করে ধাওয়া করতঃ ঘাটুরা নামক স্থানে কাভার্ড ভ্যানটিকে থামায়। পরে বিজিবি টহলদল কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের মোবাইল ফোনের ১২,৮৩৪ পিস ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ডিসপ্লের সিজারমুল্য-৬,৪১,৭০,০০০ (ছয় কোটি একচল্লিশ লক্ষ সত্তর হাজার) টাকা।
জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।