লালমনিরহাট ও নীলফামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ১০ জনকে আটক করেছে বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিবেদক (লালমনিরহাট) : বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ লালমনিরহাটের পাটগ্রাম ও নীলফামারীর ডিমলা সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে একজন মানবপাচারকারী দালালসহ ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।


বিজ্ঞাপন

আজ শুক্রবার  ৪ অক্টোবর, দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গুরপোতা-দহগ্রাম সীমান্ত দিয়ে স্থানীয় চিহ্নিত মানব পাচাকারী দালালচক্রের সহায়তায় কতিপয় বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে যাবে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় আঙ্গুরপোতা বিওপি ও পানবাড়ি কোম্পানীর সমন্বয়ে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ডিএমপি ১০/০৫এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোল্পেরটারী নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।


বিজ্ঞাপন

আনুমানিক দুপুর সাড়ে  ১২ টায়  উল্লেখিত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালচক্রের সদস্য মোঃ বেলাল হোসেনসহ ০৬ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত দালাল অত্র এলাকার রহিদুল ইসলামের ছেলে। আটককৃত অন্যান্যরা হলো-সিরাজগঞ্জ সদরের চিরাতন ঘোষের ছেলে শ্রীঃ মানিক ঘোষ (৩৭), মানিক ঘোষের স্ত্রী পুজা সাহা (৩০), মানিক ঘোষের মেয়ে নমরোতা ঘোষ (১২) ও পূজিতা ঘোষ (৩) এবং বাদল চন্দ্রের স্ত্রী অনিকা ঘোষ (৫৮)।

অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে আটককৃত ব্যক্তিদের মামলা দায়েরপূর্বক তাদেরকে পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কালিগঞ্জ বিওপির টহলদল দায়িত্বপূর্ণ নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী নামাজীপাড়া এলাকার সীমান্ত পিলার ৭৯৪/১০-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ০৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো-দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া গ্রামের প্রমদ চন্দ্র রায়ের ছেলে শ্রী খনিজ চন্দ্র (২৬), দুর্গা রায়ের ছেলে তপন রায় (২১), মিলন চন্দ্রের ছেলে ছন্দ রায় (২১) এবং কৃষ্ণচন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। আটককৃত ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *