সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৫,৬০০ কেজি আপেল, চিনি, মদ এবং ১,৭০০ কেজি বাংলাদেশী রসুনসহ বিবিধ চোরাইপণ্য জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) ;  আজ রবিবার  ১৩ অক্টোবর, আনুমানিক সকাল সাড়ে ৬ টায় বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫,৬০০ কেজি ভারতীয় আপেল, ১৭৫০ কেজি চিনি, ২৩ বোতল মদ, ১৭০০ কেজি বাংলাদেশী রসুন, ১০০ কেজি সুপারি, ০১টি টাটা ট্রাক ও ০১টি সিএনজি জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৭৮,৫৭,০০০.০০ (আটাত্তর লক্ষ সাতান্ন হাজার) টাকা।


বিজ্ঞাপন

জব্দকৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে নিয়মিতভাবে বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *