নিজস্ব প্রতিবেদক (সিলেট) : গতকাল সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী ঝিঙ্গালাবাড়ী এলাকার সীমান্ত পিলার ১২৮৩/এমপি এর নিকটবর্তী স্থানে অজ্ঞাত একজন যুবককে দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণ বিজিবির মিনাটিলা বিওপিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবির মিনাটিলা বিওপির টহলদল বর্ণিত স্থানে গিয়ে মোঃ আনিসুর রহমান (২০) নামের ঐ যুবককে আটক করে।
আটককৃত আনিসুরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মায়ানমারের মংডু জেলার নোয়াপাড়া থানার ডংখালী গ্রামের মৃত বাহা মিয়ার ছেলে। সে ৭ বছর আগে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারে এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পে অবস্থান করছিল। পরে ক্যাম্প থেকে থেকে পালিয়ে সে বাংলাদেশের অনেক জায়গায় অবস্থান করে।
সম্প্রতি ভাল কাজের সন্ধানে সে সিলেট এলাকায় এসেছিল বলে জানায়। তার কাছে কোন পরিচয়পত্র পাওয়া যায়নি। আটককৃত মায়ানমার নাগরিককে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।