জগন্নাথপুরের আফজল হত্যা মামলা  :  ১৫ আসামী কারাগারে, ৩ জন পলাতক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক   : সুনামগঞ্জের জগন্নাথপুরের আলোচিত মল্লিক আফজল হোসেন হত্যা মামলার ১৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৩ আসামী রয়েছেন পলাতক। রবিবার (৩ নভেম্বর) সুনামগঞ্জ আদালতে ১৮ আসামির মধ্যে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত ওয়াছিদ মিয়ার ছেলে সৈয়দ আনখাই (৫০), সৈয়দ গউছ মিয়া (৫৫), সৈয়দ লিলু মিয়া (৪৮), সৈয়দ আনখাইর ছেলে সৈয়দ হোসাইন মিয়া (৩২), সৈয়দ সোফান (২২), সৈয়দ মারহান (২৪), সৈয়দ লিলু মিয়ার ছেলে সৈয়দ শেলু মিয়া (৩৫), মৃত সৈয়দ আছানক মিয়ার ছেলে সৈয়দ শাহান মিয়া (৪২), মৃত সৈয়দ কালাই মিয়ার ছেলে সৈয়দ রামিম (৪৫), সৈয়দ সেলু মিয়ার ছেলে সৈয়দ সাইফ আহমদ (২৫), সৈয়দ মাফিজ আলীর ছেলে সৈয়দ শেলু মিয়া (৪০), সৈয়দ নুর আহমদ (৪৫), মৃত সৈয়দ হাফিজ আলীর ছেলে সৈয়দ ইনান (৪০), সৈয়দ শাহান মিয়ার ছেলে সৈয়দ নাদেল (২২), মৃত সৈয়দ খালিক এর ছেলে সৈয়দ শিপু মিয়া (২৪) সহ ১৫ জন আসামী জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


বিজ্ঞাপন

পলাতক ৩ আসামী হলেন, মৃত সৈয়দ শামিম মিয়ার ছেলে সৈয়দ নাজিম (৩০), সৈয়দ শেলু মিয়া ছেলে সৈয়দ রোকসাত (২৪), সৈয়দ লিলু মিয়ার ছেলে সৈয়দ ফাহিম (২৬)।
আদালত আসামীদের জামিন নামঞ্জুর করায় মামলার বাদিনী নিহত মল্লিক আফজল হোসেন এর মাতা আজিদুল বেগম কিছুটা স্বস্তিবোধ করেন এবং কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে আসামিরা নৃশংসভাবে হত্যার পর বুক উঁচিয়ে আমার বাড়ির পাশ দিয়ে চলাফেরা করেছে।


বিজ্ঞাপন

একটা মানুষকে হত্যার পর এভাবে খুনিরা প্রকাশ্যে চলাফেরা করে আমি আমার জীবনে কখনো দেখিনি। আদালতের এই নির্দেশে কিছুটা স্বস্তিবোধ করলেও আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং পলাতক আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর এলাকার মল্লিক আকমল হোসেনের ছেলে মল্লিক আফজল হোসেন সৈয়দপুর বাজার যাওয়ার পথে সৈয়দপুর পোস্ট অফিস সংলগ্ন রাস্তায় নির্মমভাবে খুন হন।

এ ঘটনার ১১ দিন পর ১৬ আগস্ট মল্লিক আফজল হোসেনের মাতা আজিদুল বেগম ১৮ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *