নিজস্ব প্রতিবেদক : সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের সাবেক স্ত্রী ও ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এর সাবেক সভাপতি অভিনেত্রী শমী কায়সারকে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন,উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। অভিনেত্রী শমী কায়সাকে গ্রেপ্তারের বিষয়ে,পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংগ্রামের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছিল।
এ
ছাড়াও শমী কায়সারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পরও আওয়ামী লীগের হয়ে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন প্রকারের কূটকৌশলী অপতৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ আছে।
তিনি তার ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে নানারকম অদ্ভুত সব বক্তব্য ও দিয়েছেন বলেও অভিযোগ আছে।
ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হবে।