সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বিজিবি’র অভিযান :  এয়ারগানসহ অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক চোরাচালান বিরোধী অভিযানে ০১টি এয়ারগান ও ৩০ রাউন্ড গুলিসহ প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গতকাল রবিবার  ১৭ নভেম্বর  সকালে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট, জৈন্তাপুর, লালাখাল, লোভাছড়া ও সোনারখেওর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে,  বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫,০১৫ গজ থান কাপড়, ৭৫ পিস কাতান শাড়ি, ২৪২ গজ মখমল কাপড়, ১,০০,০০০ পিস ভারতীয় সিগারেট, ৫,০৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ১,৪৫০ কেজি ভারতীয় চিনি, ৩১২ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা, ০৪টি ভারতীয় গরু এবং ১৪,৪০০ পিস ভারতীয় সুপারি আটক করে।

এছাড়া আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনারখেওর বিওপি’র টহলদল কানাইঘাট উপজেলার মিকিরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত বিশেষ অভিযান পরিচালনা কালে  আনুমানিক ১০ টা ৪৫ মিনিটের সময়  সীমান্ত পিলার ১৩৩২ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি ভারতীয় এয়ারগান এবং ৩০ রাউন্ড ছররা গুলি উদ্ধার করে।

জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫১,৯৩,৭০০ টাকা। জব্দকৃত এয়ারগান থানা হেফাজতে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *