যশোর থেকে রাজধানীতে আসার পথে ফেন্সিডিলের চালানসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

বিশেষ প্রতিবেদক :  রাজধানী ঢাকায় আসার পথে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ময়না বেগম মিনু নামে এক পেশাদার নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।


বিজ্ঞাপন

গ্রেফতার ময়না ওরফে মিনু দেশের পশ্চিমাঞ্চলের চোরাচালান প্রবণ সীমান্ত জেলা যশোর কোতয়ালী থানার খোড়কী আবাসিক এলাকার মৃত মতিয়ার রহমানের মেয়ে।


বিজ্ঞাপন

গত রবিবার (২৪ নভেম্বর) র‌্যাব-১০ এর একটি চৌকস টিম নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোয়া চার লাখ টাকা মুল্যের একটি ফেন্সিডিলের চালানসহ ওই নারী মাদককারবারিকে গ্রেফতার করে। গতকাল  সোমবার র‌্যাব-১০ ’র মিডিয়া অফিসার অফিসার সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

মিডিয়া অফিসার জানান,দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে বাসযোগে রাজধানী ঢাকায় আসার পথে র‌্যাব-১০’র একটি চৌকস টিম ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের ধলেশ^রী টোল প্লাজা এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ।

এরপর সন্দেহজনক বাস তল্লাশীকালে রবিবার দুপুরে বেলা যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস নামে বাসযাত্রী ও তাদের ব্যাগ চেক করতে গিয়ে বাসে থাকা যাত্রী ময়না বেগম ওরফে মিনুর হেফাজতে থাকা দুটি ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ প্রায় সোয়া চার লাখ টাকা মুল্যের ভারতীয় ১৪১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ওই সময় মাদককারবারে জড়িত থাকায় ময়না ওরফে মিনুকে গ্রেফতার করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *