বিএনপি নেতা নজরুল ইসলাম খানের ৫০ তম বিবাহ বার্ষিকী

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ

নাজমুল হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার দাম্পত্য জীবনের ৫০ তম বার্ষিকী উদযাপন করেছেন একান্ত ঘরোয়া ভাবে। তবে তাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও ভক্ত সমর্থকরা। আজীবন রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত এই নেতা কে ভালোবাসায় সিক্ত করেছেন সবাই।


বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দুর্দিনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন।


বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান জামালপুর জেলার ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।নজরুল ইসলাম খান ১৯৭০-এর দশকে শ্রমিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান মেশিন টুলস কারখানার (বর্তমান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী) শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের মার্চে গাজীপুরের জয়দেবপুরে সর্বদলীয় মুক্তিসংগ্রাম পরিষদ গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক আহ্বায়ক ও তিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

নজরুল ইসলাম খান ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।গত ২০০৩ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে, নজরুল ইসলাম খান কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *