উচ্চ আদালতে বিচারক নিয়োগে সুপ্রীম কোর্টের জুডিসিয়াল এপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাত

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, মহাসচিব ও দুইজন সহ-সভাপতির সমন্বয়ে মোট চার জনের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


বিজ্ঞাপন

 

 

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিগত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সারা দেশের জেলা আদালতসমূহে কর্মরত বিচারকগণের সম্মুখে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচার বিভাগ সংস্কারের রূপরেখা নির্ণয় করে একটি পরিপূর্ণ রোডম্যাপ (Roadmap) তুলে ধরেন যাতে অন্যান্য বিষয়ের সাথে দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।


বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিধি-বিধান, উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রথাসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিষদ গবেষণা পরিচালনাপূর্বক একটি প্রস্তাব আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।

উক্ত প্রস্তাবে বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিসিয়াল অ্যাপোয়েনমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রীম কোর্টের বিচারক পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ প্রেরণ করার জন্য অনুরোধ প্রাপ্তির পর কাউন্সিল এরূপ সুপারিশ প্রদান করবে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের অনেক দেশেই, বিশেষ করে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, কেনিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকায় উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন বা  এমন প্রতিষ্ঠান রয়েছে।

সুপ্রীম কোর্টের প্রস্তাবকৃত কাউন্সিলটি সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদের অধীনে বিচারক নিয়োগের জন্য সুপারিশ প্রেরণের লক্ষ্যে রাষ্ট্রপতি কর্তৃক অনুরোধ জ্ঞাপনের ভিত্তিতে উক্ত পদে নিয়োগের সুপারিশ প্রেরণের জন্য প্রার্থীদের কাছ থেকে  দরখাস্ত আহবান করে গণবিজ্ঞপ্তি জারি করবে বলে  প্রস্তাবে উল্লেখ রয়েছে।

এছাড়া, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের বিষয়ে মতামত বা পরামর্শ গ্রহণের জন্য কাউন্সিল সংশ্লিষ্ট যে কোন ব্যক্তিকে কাউন্সিলের সভায় আহবান করতে পারবে বা যে কোন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে কাউন্সিল কর্তৃক চাহিদাকৃত তথ্য উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করতে পারবে বলে  প্রস্তাবে উল্লেখ রয়েছে। কাউন্সিলটি গঠিত হলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এছাড়া, আজ দুপুর ২ টা ৩০ মিনিটের সময়  বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, মহাসচিব ও দুইজন সহ-সভাপতির সমন্বয়ে মোট চার জনের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা  প্রধান বিচারপতি কর্তৃক ঘোষিত রোডম্যাপ এর সাথে একাত্মতা প্রকাশ করেন।

এছাড়া, তারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সদস্যবৃন্দের বিভিন্ন দাবি-দাওয়া  প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন। বিশেষ করে, সৌজন্য সাক্ষাৎকালে তারা বিচারকদের গাড়ি নগদায়ন সুবিধা, আবাসন সুবিধা, চৌকি আদালতসহ দেশের সকল আদালতের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এসোসিয়েশনের দাবীসমূহ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবেন বলে তাদের আশ্বস্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *