মাসুদুর রহমান, (জামালপুর) : জামালপুর জেলার ৭ টি উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব সরকারের পাঠানো ২৬৫ কার্টন দুম্বার মাংস বিতরণ করা হয়েছে ।
শনিবার ৭ ডিসেম্বর বিকেল থেকে রবিবার ৮ ডিসেম্বর দুপুর ১ টা পর্যন্ত জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, সরিষাবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে এ দুম্বার মাংস অসহায় ও দুস্থ এবং এতিমদের মধ্যে প্যাকেট বিতরণ করা হয়।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, যে কয়টি কার্টন বরাদ্দ ছিল সে কয়টি কার্টন সকল উপজেলার নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরন সম্পন্ন হয়েছে । প্রত্যেকটি কার্টনে ১০টি প্যাকেটে প্রায় ৩০ কেজি করে মাংস ছিল ।