নিজস্ব প্রতিনিধি (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর উপজেলার সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে ভারতে ডিজেল পাচারের সময় ৩,৩৬০ লিটার ডিজেল ও একটি নৌকাসহ ০২ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আজ শুক্রবার ১৩ ডিসেম্বর দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ উলিপুর উপজেলার সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার হবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ যাত্রাপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার নম্বর-১০৪১ হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পোড়ারচর নামক স্থানে নদীপথে নৌকাযোগে কৌশলে অবস্থান গ্রহণ করে।
আনুমানিক দুপুর ১২ টায় বিজিবি টহলদল বর্ণিত স্থান দিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা যোগে ০২ জন ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখে তাদেরকে থামানোর সংকেত দেয়।
উক্ত ব্যক্তিরা বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাযোগে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল নৌকাসহ তাদেরকে আটক করে।
পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে ৩,৩৬০ লিটার ডিজেল ভর্তি ১৭টি ব্যারেল জব্দ করে। জব্দকৃত ডিজেল ও নৌকার আনুমানিক সিজারমূল্য ১০,১২,৮৮০/- (দশ লক্ষ বারো হাজার আটশত আশি) টাকা।
আটককৃত ব্যক্তিরা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিকাপুর গ্রামের মোঃ শমসের আলীর ছেলে মোঃ মনির হোসেন (৩২) এবং কুড়িগ্রামের কচাকাটা থানার কামারচর গ্রামের মোঃ আলমাস আলীর ছেলে মোঃ রুবেল হোসেন (২৬)। দেশের মূল্যবান জাতীয় সম্পদ জ্বালানী তেল পাচারের অভিযোগে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ তাদেরকে কুড়িগ্রাম থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।