সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : সেবা মুলক প্রতিষ্ঠান মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ী এর আয়োজনে ব্যাপ্টিস্ট এইড-বিবিসিএফ এর পরিচালনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ১৮১ জন দরিদ্র শিশু/পরিবারের মাঝে বার্ষিক উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প তাডিয়াপাড়ায় এসব বিতরণ করা হয়েছে।
উক্ত বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠানে সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জীত বিশ্বাস এর সঞ্চালনায় প্রকল্প উপদেষ্টা কমিটির কনভেনর লিটন ব্যানার্জী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাদঁ মিয়া বক্তব্য রাখেন। বিষেশ অতিথি হিসেবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, আমন্ত্রিত অতিথি হিসেবে দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী প্রতিনিধি আবুল হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি বাদশা ভূইয়া, পাষ্টর খোকন রায়, পাষ্টর শিমোন বিশ্বাস,রেনু রাণী বৈদ্য প্রমুখ উপস্হিত ছিলেন।
বার্ষিক উপহার বিতরণ উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরা করা হয়। অতিথিবৃন্দ ১৮১ জন দরিদ্র শিশু / পরিবারের মধ্যে ডাবল কম্বল,বড় গামছা, মেরিল পেট্রোলিয়াম জেলী, স্বাস্থ্য সামগ্রী হিসেবে মেরিল সাবান-১টি , চাকা হোয়াইট পাওডার ৫০০ গ্রাম, মেরিল বেবী লোশন ৫০ গ্রাম, বেবী ব্রাশ-১টি , অপুষ্ট শিশুদের পুষ্টিকর খাবার হিসেবে হরলিক্স ২৫০ গ্রাম, মনিমিক্স ১ প্যাকেট, ডিম-৩০ টি,সহ দুপুরের খাবার হিসেবে চিকেন পোলাও বিতরণ করা হয়েছে। এসময় সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের কর্মচারীবৃন্দ সহ শিশু ও শিশুর পবিারের সদস্যগণ উপস্থিত ছিলেন।