নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তবর্তী তেতুলবাড়ি নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিলসহ এনামুল আলী (৩০) নামের একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
আজ সোমবার ৬ জানুয়ারি, বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে।
এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের মাদরা বিওপির নায়েক বিএম শরীফ (এসআইপি) এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ি নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য গোপনে অবস্থান করে।
এ সময় আভিযানিকদল তেতুলবাড়ি সীমান্ত হতে ভারতীয় নাগরিক মোঃ এনামুল আলী (৩০), পিতা-রিকাত আলী, গ্রাম+ডাকঘর-হাকিমপুর, থানা-শ্বরুপনগর ও জেলা-উত্তর চব্বিশ পরগনা’কে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটককৃত ফেনসিডিলের সিজার মূল্যে ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এ ব্যাপারে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন-২০১৮ এর ৩৬(১) এর ২৪(ক)/৪১ ধারা মোতাবেক কলারোয়া থানায় মামলা করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রকিয়াধীন ।