গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দীবস পালিত 

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে। “শুক্রবার ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২:১ মিনিটে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর  পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।


বিজ্ঞাপন

পরবর্তী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এবং জেলার সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ও নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।


বিজ্ঞাপন

শুক্রবার  সকল মসজিদে জুম্মাবাদ ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত  ও মন্দিরে গীর্জা প্যাগোডায় স্ প্রার্থনা করা হয়।


বিজ্ঞাপন

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভার আয়োজন করে। জেলা শিল্পকলার একাডেমির আয়োজনে পৌর উম্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলার সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান সমূহ স্কুল কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *