ঢাকা অফিসার্স ক্লাবে দুই ভবন নির্মাণ প্রকল্পে ৪২৩ কোটির বিলাসী ব্যয় 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

#  ক্লাবের দুই ভবন প্রকল্প #  অফিসার্স ক্লাবে ৪২৩ কোটির বিলাসী ব্যয়  # ১৪৫০ টনের এসির জন্য খরচ ২৪ কোটি  #  তিন সুইমিংপুল আর জ্যাকুজি ৩০ কোটি  # ৯টি লিফটের জন্য ১৯ কোটি টাকা খরচ  #  ৭  কোটি টাকা খরচ বিদেশি ফার্নিচারে  #  সাউন্ড সিস্টেম ও স্টেজ লাইটে ৪ কোটি।#  সিনেপ্লেক্সে ব্যয় ৩ কোটি টাকা  # 


বিজ্ঞাপন

!!  বেসরকারি ক্লাবে ৪২৩ কোটি টাকা বরাদ্দ: ৪২৩ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার টাকার মধ্যে প্রায় ২৬৫ কোটি টাকার বিল দেওয়া হয়েছে। সেখানে ট্রিপল বেসমেন্টসহ ১২ তলা ভবনের জন্য ব্যয় হয়েছে ১৬৪ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, আরেকটি ট্রিপল বেসমেন্টসহ ১২ তলা ভবন নির্মাণে ১৩০ কোটি ৯১ লাখ টাকা খরচ হচ্ছে। দুটি আলাদা ভবনকে যুক্ত করা হচ্ছে একটি কমপ্লেক্স হিসেবে। এ ছাড়া ৯টি লিফটের জন্য ১৯ কোটি টাকা, বিদ্যুৎ সাবষ্টেশনে ৮ কোটি ৪৩ লাখ টাকা, সিকিউরিটি লাইট ৩ কোটি ৬৫ লাখ টাকা, সিসিটিভি ১ কোটি ৯০ লাখ টাকা, সাউন্ড সিস্টেম ও স্টেজ লাইট ৪ কোটি ৩০ লাখ টাকা, সিনেপ্লেক্সে ৩ কোটি টাকা ও ডিজিটাল ডিসপ্লের জন্য ১ কোটি ৪৪ লাখ টাকা খরচ করা হচ্ছে। এ প্রকল্পের অর্থ ছাড়াও সারা বছর এ ক্লাবের রক্ষণাবেক্ষণের জন্য সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ টাকা খরচ করা হয়। বেসরকারি অন্য কোনো ক্লাব এ রকম খরচ পায় না।সুইমিংপুল-জ্যাকুজিতে ৩০ কোটি টাকা: অফিসার্স ক্লাবের নতুন প্রকল্পে মোট তিনটি সুইমিংপুল রয়েছে। এসব সুইমিংপুলের জন্য দুভাবে কমবেশি ৩০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এর মধ্যে জ্যাকুজি, স্টিম বাথ ও সনার জন্য ৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার টাকা খরচ হচ্ছে। আরেকটি অংশে সুইমিংপুল, চেঞ্জিং রুম, সনা রুম, জ্যাকুজি, স্টিম বাথ, সেলুন, জিমনেশিয়াম, টেবিল টেনিসসহ ৩০ ফুট উচ্চতার স্টিল ভবনের জন্য খরচ করা হচ্ছে ২২ কোটি ৫৯ লাখ ২৮ হাজার টাকা। তিনটি সুইমিংপুলের মধ্যে একটি পুরুষ, একটি মহিলা ও একটি শিশুদের জন্য। নতুন বহুতল ভবনের ছাদে গড়া হচ্ছে ৮২ ফুট দৈর্ঘ্যের সুইমিংপুল। এটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় সুইমিংপুল বলে জানান সংশ্লিষ্টরা   !! 


বিজ্ঞাপন

নিজস্ব  প্রতিবেদক   :   সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাব। রাজধানীর বেইলি রোডে এই ক্লাবের জন্য রাষ্ট্রের ৪২৩ কোটির বেশি টাকা খরচ করে নির্মাণ করা হচ্ছে দুটি অত্যাধুনিক ভবন। একটি ক্লাবের জন্য শত শত কোটি টাকার সরকারি প্রকল্প কীভাবে অনুমোদন হলো, সেটি এখন বড় প্রশ্ন।


বিজ্ঞাপন

এই প্রকল্পে তিনটি সুইমিংপুল ও আনুষঙ্গিক উপকরণের জন্য প্রায় ৩০ কোটি টাকা, ১৪৫০ টন এসির জন্য ২৪ কোটি টাকা, বিদেশি ফার্নিচারের (আসবাব) জন্য ৭ কোটি টাকা খরচের হিসাব অনেকেই অস্বাভাবিক মনে করছেন। এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার গত সোমবার গণমাধ্যম কে  বলেন, ‘যে ধরনের ফার্নিচার কেনার দরকার, তা দেশে পাওয়া যাচ্ছে না। যে কারণে দরপত্রে বিদেশি ফার্নিচারের শর্ত দেওয়া হয়েছে। বড় কথা হলো, সবকিছু আমাদের হাতে না। যাদের জন্য কাজ করা হয়, তাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়।’ আরেক প্রশ্নের জবাবে প্রধান প্রকৌশলী বলেন, ‘অনেক কিছু আছে, যা স্থাপত্য অধিদপ্তরের বিষয়। আমরা কাজ করি; বাস্তবায়ন করি। এটি সরকারি প্রতিষ্ঠান না, এটা সত্য। মন্ত্রণালয় থেকে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, আমরা শুধু কাজ করছি।’

বেসরকারি ক্লাবে ৪২৩ কোটি টাকা বরাদ্দ  : ৪২৩ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার টাকার মধ্যে প্রায় ২৬৫ কোটি টাকার বিল দেওয়া হয়েছে। সেখানে ট্রিপল বেসমেন্টসহ ১২ তলা ভবনের জন্য ব্যয় হয়েছে ১৬৪ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, আরেকটি ট্রিপল বেসমেন্টসহ ১২ তলা ভবন নির্মাণে ১৩০ কোটি ৯১ লাখ টাকা খরচ হচ্ছে। দুটি আলাদা ভবনকে যুক্ত করা হচ্ছে একটি কমপ্লেক্স হিসেবে। এ ছাড়া ৯টি লিফটের জন্য ১৯ কোটি টাকা, বিদ্যুৎ সাবষ্টেশনে ৮ কোটি ৪৩ লাখ টাকা, সিকিউরিটি লাইট ৩ কোটি ৬৫ লাখ টাকা, সিসিটিভি ১ কোটি ৯০ লাখ টাকা, সাউন্ড সিস্টেম ও স্টেজ লাইট ৪ কোটি ৩০ লাখ টাকা, সিনেপ্লেক্সে ৩ কোটি টাকা ও ডিজিটাল ডিসপ্লের জন্য ১ কোটি ৪৪ লাখ টাকা খরচ করা হচ্ছে। এ প্রকল্পের অর্থ ছাড়াও সারা বছর এ ক্লাবের রক্ষণাবেক্ষণের জন্য সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ টাকা খরচ করা হয়। বেসরকারি অন্য কোনো ক্লাব এ রকম খরচ পায় না।

প্রকল্পের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (নগর বিভাগ) আবুল কালাম আজাদ গণমাধ্যম কে  বলেন, ‘অফিসার্স ক্লাব প্রকল্পের সার্বিক দিকে অগ্রগতি ৮০ শতাংশের মতো। পদ্মা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রকল্পটির কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।’

একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বেসরকারি ক্লাবের জন্য সরকারি কোষাগার থেকে মোটা অঙ্কের টাকা খরচের নজির খুব কম। বড় আকারের এ প্রকল্প যখন হাতে নেওয়া হয়, তখন অনুমোদনের প্রতিটি স্তরেই নানা প্রশ্ন উঠেছে। কিন্তু বিগত সরকারের প্রভাবশালী দুই আমলার দাপটে কেউ তা আটকাতে পারেনি। সেই দুজন হলেন, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং সাবেক সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।

চেষ্টা করেও এ ব্যাপারে ওই দুই সাবেক কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। কারণ ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তোফাজ্জল হোসেন মিয়া আত্মগোপনে। আর মেজবাহ উদ্দিন হত্যা মামলায় কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকজন শ্রমিক মূল ভবন নির্মাণের কাজ করছেন। চলছে লিফট ও এসি স্থাপনের কাজও।

সুইমিংপুল-জ্যাকুজিতে ৩০ কোটি টাকা: অফিসার্স ক্লাবের নতুন প্রকল্পে মোট তিনটি সুইমিংপুল রয়েছে। এসব সুইমিংপুলের জন্য দুভাবে কমবেশি ৩০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এর মধ্যে জ্যাকুজি, স্টিম বাথ ও সনার জন্য ৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার টাকা খরচ হচ্ছে। আরেকটি অংশে সুইমিংপুল, চেঞ্জিং রুম, সনা রুম, জ্যাকুজি, স্টিম বাথ, সেলুন, জিমনেশিয়াম, টেবিল টেনিসসহ ৩০ ফুট উচ্চতার স্টিল ভবনের জন্য খরচ করা হচ্ছে ২২ কোটি ৫৯ লাখ ২৮ হাজার টাকা। তিনটি সুইমিংপুলের মধ্যে একটি পুরুষ, একটি মহিলা ও একটি শিশুদের জন্য। নতুন বহুতল ভবনের ছাদে গড়া হচ্ছে ৮২ ফুট দৈর্ঘ্যের সুইমিংপুল। এটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় সুইমিংপুল বলে জানান সংশ্লিষ্টরা।

১৪৫০ টনের এসি কিনতে খরচ ২৪ কোটি: এ প্রকল্পে বহুতল ভবনের জন্য কেনা হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক  শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি)। ১৪৫০ টনের এ কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যে ১ হাজার টন চিলার সিস্টেম এবং ৪৫০ টন ভিআরএফ। এ ভারী এসি চালাতে প্রয়োজন হবে বিপুল পরিমাণ বিদ্যুতের। এসব এসি কিনতে সরকারি কোষাগার থেকে গুনতে হচ্ছে ২৪ কোটি টাকা।

৭ কোটি টাকার বিদেশি ফার্নিচার :  দেশের ডলার-সংকট মোকাবিলায় যেখানে সরকারি খরচে বিদেশ ভ্রমণসহ নানা বিষয়ে বিধিনিষেধ রয়েছে, সেখানে ৭ কোটি টাকার বিদেশি ফার্নিচার কিনছে গণপূর্ত অধিদপ্তর। আর এ জন্য দেশীয় প্রতিষ্ঠানকে পাশ কাটাতে অভিনব শর্তও জুড়ে দেওয়া হয়েছে। অফিসার্স ক্লাবের অডিটরিয়ামের জন্য কেনা হচ্ছে এসব ফার্নিচার। এরই মধ্যে বিষয়টি নিয়ে ফার্নিচার কেনাকাটার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রকৌশলীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

ফার্নিচার কেনাকাটার দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম গণমাধ্যম কে  বলেন,’ প্রধান প্রকৌশলীর দপ্তর ও স্থাপত্য বিভাগ থেকে যেভাবে বলা হচ্ছে সেভাবেই ফার্নিচার কেনা হচ্ছে। তাঁরা বলতে পারবেন বিস্তারিত।’

৪ শতাধিক কোটি টাকার এই বিলাসবহুল প্রকল্পের বিষয়ে গৃহায়ণ ও গণপূর্তসচিব মো. হামিদুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ প্রকল্প আগে থেকেই সরকার অনুমোদন করে রেখেছে। এখন সেটা চলমান। আমরা চাইলেই অর্থছাড় বন্ধ করতে পারি না। তবে অস্বাভাবিক মূল্যে বিদেশি ফার্নিচার ক্রয়সহ অন্যান্য বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *