যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক নার্গিস বেগম।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে কোন নৈতিক শিক্ষাই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না। আগে সব বইতে কবিতা থাকতো, মনিষীদের কাহিনী থাকতো। গুরুজনের প্রতি নিষ্ঠা ও ভক্তির শিক্ষা থাকতো। কিন্তু এখন সেসব নেই।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাচ্চাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হলে অভিভাবকদেরকে সচেতন হতে হবে। বাচ্চাদেরকে বিলাসিতা শেখানো যাবেনা। মিতব্যয়ী হিসাবে গড়ে তুলতে হবে।


বিজ্ঞাপন

সন্তানদেরকে দায়িত্ববোধ শেখাতে হবে। তিনি তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, সন্তানদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখার পাশাপাশি নিজেদেরকেও মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। শিশুদেরকে সময় দিতে হবে।

তারা যখন পড়তে বসে তাদের পাশে বসে মোবাইল না টিপে সন্তানের পড়াশোনার দিকে খেয়াল দিতে হবে। তাহলে সেই সন্তান পড়ালেখায় ভালো হবে।

যশোর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রবীর মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনজুরুল হক খোকন, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক সামসুন্নাহার সালমা, যুগল চন্দ্র পোদ্দার, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মাসুদ হোসেন মোর্তজা, সদস্য সাংবাদিক ইমরান হোসেন সহ অভিভাবকবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *