নিজস্ব প্রতিনিধি (সিলেট) : বিদেশি মদের চালান সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)।

গ্রেফতারকৃতরা হল, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাবিব নগর গ্রামের চান্দাই মিয়ার ছেলে আপু মিয়া, তাহিরপুরের সীমান্ত গ্রাম পুরান লাউড়ের (পশ্চিম) রতন মিয়ার ছেলে আলী নুর, নেত্রকোনার আটপাড়া উপজেলার বালিকান্দি গ্রামের হেলাল মিয়ার ছেলে মাহবুব ইসলাম।

মঙ্গলবার র্যাব-৯ সিলেট,সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের দায়িত্বশীল অফিসার জানান,র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম সোমবার জেলার তাহিরপুরের পুরান লাউড় (পশ্চিম) সীমান্ত গ্রাম থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সার ভেতর বিশেষ কৌশলে রাখা বিদেশি মদের চালানসহ মাদক কারবারি আপু,আলী নুর,মাহবুব ইসলামকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ৭০ বোতল বিদেশি মদ,একটি সিএনজি জব্দ করা হয়। আলামতসহ তিন মাদক কারবারিকে সোপর্দ করে র্যাবের পক্ষ থেকে সোমবার রাতে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিস্ট ধারায় মামলা দায়ের করা হয়।