সিলেটের সুনামগঞ্জে ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এবার অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হল। মঙ্গলবার সুনামগঞ্জের ধর্মপাশায় মুর্শেদ ব্রিক ফিল্ড নামে একটি অবৈধ ইটভাটা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটার চিমনি ভেঙে ও কাঁচা ইট গুড়িয়ে দিয়েছেন।


বিজ্ঞাপন

মঙ্গলবার ধর্মপাশা উপজেলা প্রশাসন ও স্থানীয় মানুষজন জানায়, ১৯৯৩ সালে উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রাম সংলগ্ন ফসলি জমিতে মুর্শেদ ব্রিক ফিল্ড নামে একটি ইটভাটা গড়ে তোলা হয়।


বিজ্ঞাপন

অভিযোগ উঠে ওই ভাটার ইটপোড়ানো কয়লার কালো ধোঁয়ায় ভাটার আশপাশের বোরো আমন ফসলি জমিতে ধান, ফলমূল শাক সবজি উৎপাদন দিন দিন কমে যাচ্ছিল। ভাটা সংলগ্ন গ্রামের মানুষেরা জ্বর, সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছিলেন।
গত সাড়ে তিনমাস ধরে পরিবেশ অধিদপ্তরের কোন রকম ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এই ভাটা ইট পোড়ানো, ইট তৈরীর কাজ চলে আসছিল।


বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বিভাগীয় কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটির সভায় এ ইটভাটার নবায়ন না মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি এটির ছাড়পত্র বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি ভাটা মালিকের কাছে ২ মার্চ পাঠানো হয়।

মঙ্গলবার সন্ধায় মুর্শেদ ব্রিক ফিল্ডের স্বত্তাধিকারীদের পক্ষে দায়িত্বশীল রেজুয়ান ইসলাম রাকীব জানান,পরিবেশ অধিদপ্তর থেকে ইটভাটার কাযক্রম চালানোর ছাড়পত্র নতুন করে নবায়নের জন্য আবেদন করে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম।

মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়, থানা পুলিশ, ফায়ার সার্ভিসের এক দল সদস্যদের সমন্বয়ে ওই ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ।

অভিযানে অ্যাক্সেভেটর (খননযন্ত্র) দিয়ে ভাটার চিমনির একাংশ ভেঙে ফেলা হয়, কাঁচা ইট ধ্বংস করা হয়, ফায়ার সার্ভিসের সদস্যরা চুল্লিতে পানি ঢেলে দিয়ে ইট ভাটা গুড়িয়ে দেন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় সহকারী পরিচালক মোহাইমিনুল হক, পরিদর্শক সাইফুল ইসলাম, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টোশনের দায়িত্বশীগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সন্ধায় ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওই ইটভাটা গুড়িয়ে দিয়ে ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *