কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় রোহিঙ্গা নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  (উখিয়া) : কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কক্সবাজারে মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে মোঃ আব্দুল্লাহ প্রকাশ(মোচনি) নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার অতিরিক্ত জেলা ও  দায়রা জজ মামুনুর রশীদ এ রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন,তিনি বলেন দণ্ডিত আব্দুল্লাহ একজন রোহিঙ্গা জনগোষ্ঠীর এদের মতো  ইয়াবাকারবারীদের হাত থেকে দেশ ও দেশের যুব সমাজকে বাচাতে হবে, মরণ নেশা ইয়াবা দেশের সর্বত্রই ছড়িয়ে পরছে।


বিজ্ঞাপন

এ সুযোগে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইয়াবার চালানা অবাদে আনা-নেওয়া করছে মাদক কারবারি আব্দুল্লাহ মতো অপরাধীরা। ইয়াবার চালানসহ বেশিরভাগ আসামি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পরলেও অনেকটা আইনের ফাঁকফোকরে ধরা-ছোঁয়ার বাইরেই থাকছে মূল হোতারা।মামলা নতি সূত্রে জানাযায় পনেরো হাজাবা ইয়াবা বহন করে একস্থান থেকে অন্যস্থানে পৌঁছে দেওয়ার সময় মাদক ব্যবসায়ী আব্দুল্লাহকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘ তিন বছর মামলা চলাকালীন পর রাস্ট্র পক্ষের আইনজীবী তারেক আজিজে এর যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডদেশ রায় দেয়।


বিজ্ঞাপন

দণ্ডিত আব্দুল্লাহ প্রকাশ (মোচনি)টেকনাফ ৯নং ওয়ার্ডের দমদমিয়া ন্যাচারী পার্ক এলাকার  মৃত আব্দুর রহিমের পুত্র,সম্প্রতি ২০২২ সালের ১৭ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টা সময় টেকনাফ জাদিমুড়া পশ্চিম পাড়া গ্রামে ফোর স্টার ব্রিকস ফিল্ডের সামনে থেকে মাদক কারবারি আব্দুল্লাহকে গ্রেফতার করেন র‍্যার্ব ১৫ এসময় তার কাছে পনেরো হাজার ইয়াবা পাওয়া যায়।র‍্যার্ব বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন।পরে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *