চাপাইনবয়াবগঞ্জে বাক-প্রতিবন্ধী শিশু ধর্ষণ ও নির্যাতনের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজশাহী সংগঠন সংবাদ সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাকপ্রতিবন্ধী শিশুকে বর্বরোচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ে এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন – নির্যাতিত প্রতিবন্ধী শিশুর বাবা ও পরিবারের সদস্যরাসহ শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, শাহবাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনিয়ামিন নবিন, সদস্য সচিব পলাশ মাহমুদসহ অন্যান্যরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, এ ধর্ষণ ও পাশবিক নির্যাতনের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই – ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে।


বিজ্ঞাপন

উল্লেখ, গত ১৪ মার্চ প্রতিবন্ধী শিশুর ওপর বর্বরোচিত ধর্ষণের ঘটনায় তিনজন আসামিকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *