ময়মনসিংহ প্রতিনিধি : স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃনাজমুল হোসেন এর ময়মনসিংহ মেডিকেল কলেজে শুভ আগমন উপলক্ষে উক্ত কলেজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আজ ১৬ মার্চ রবিবার দুপুরে শহীদ জিয়াউর রহমান অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ নাজমুল আলম খান।
এ মত বিনিময় সভা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ গোলাম ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মতিউর রহমান।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ এর শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাহমুদুল হাসান।