ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তি  :  রাজবাড়ী আদালতে  মামলা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রাজবাড়ি)  : ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও অবমাননাকর ইসলাম বিদ্বেষী মন্তব্য করার অভিযোগে রাজবাড়ির আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দৈনিক নবযুগ নামক অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি ধর্ম অবমাননামূলক প্রতিবেদন প্রকাশের পর দায়ের করা হয়।


বিজ্ঞাপন

মামলার বাদী মোঃ ফজলুল হক জানান, পত্রিকাটির “আওয়ামী দুঃশাসনের পরের অধ্যায় কী ইসলামী উগ্র মৌলবাদ?” শীর্ষক প্রতিবেদনে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তামজিদ আহমেদ পর্যালোচনা করে আমলে নেন। মামলাটির সি.আর- ৩০৪/২০২৫


বিজ্ঞাপন

মামলার আসামীরা হলেন, দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদিকা ইসরাত রশিদসহ আরও ২৭ জন ব্যক্তি, যাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও প্রতিবেদনটি প্রকাশের অভিযোগ রয়েছে।


বিজ্ঞাপন

মামলার অন্যান্য আসামীরা হলেন ; সম্পাদিকা ইসরাত রশিদ, মহিউদ্দীন মিয়া, সাদিয়া আক্তার, মুনায়েম আহমেদ, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, মোহাম্মদ শামীম আল মামুন, আব্দুল কাইয়ুম, মোঃ জাকির হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, জান্নাতুন নায়েম জান্নাত, বোগদাদ পিয়ারী রুবি, মিজানুর রহমান, আব্দুল জলিল মাসুম, আবু বকর সিদ্দিক, মুহাম্মাদ জাকির হোসাইন, জুবায়ের আহমেদ, আল ইমরান আহমেদ, সাদিয়া শারমিন আয়েশা, শাহরিয়ার এমডি নাফিস খান, আফরোজা খানম চৌধুরী, এমডি মাজহারুল ইসলাম, এমডি মানওয়ার হুসাইন, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, এমডি মাসুম সাজ্জাদ, এমডি মিজানুর রাহমান, এমডি নূর আলম, ফাতেহা তাসবি, এমডি রহমত আলী খন্দকার।

এদিকে, মামলার দিন আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামপন্থী দলের নেতাকর্মীরা মিছিলসহ স্লোগান দিতে দেখা যায়। মিছিল থেকে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

রাজবাড়ী থানার পুলিশ জানিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এমন অপরাধ শক্ত হাতে দমনের নির্দেশ রয়েছে এবং এই ধরনের অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দৃঢ় প্রতিজ্ঞ।

এছাড়া, দৈনিক নবযুগ পত্রিকার সাথে যোগাযোগের চেষ্টা করেও মামলার বিষয়ে মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

আদালতের খোঁজ নিয়ে জানা যায়, মামলার প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানী আগামী ২৫ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *