রাজধানীর দারুসসালাম এলাকা থেকে চাঞ্চল্যকর লিমন হত্যাকান্ডের মুলহোতা মোঃ রবিন মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী সিটি কলোনীর নির্মানাধীন সরকারী কোয়ার্টারে চাঞ্চল্যকর লিমন হত্যাকান্ডের মুলহোতা মোঃ রবিন মিয়া (৩০)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১ ও র‍্যাব-৪, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  র‍্যাব-৪ হত্যাসহ বিভিন্ন নৃশংস অপরাধের রহস্য উদঘাটন এবং এসব অপরাধের সাথে জড়িতদের সনাক্ত এবং গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো ভূমিকা পালন করে আসছে।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এবং র‍্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল ১৭ মার্চ রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দারুস সালাম থানাধীন গাবতলী সিটি কলোনীর নির্মানাধীন সরকারী কোয়ার্টারে চাঞ্চল্যকর মোঃ লিমন হোসেন (১৬) হত্যা মামলার মুলহোতা এজাহারনামীয় পলাতক ০১নং আসামী মোঃ রবিন মিয়া (৩০), জেলা-বরিশাল’কে গ্রেফতার করতে সমর্থ হয়।


বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মোঃ লিমন হোসেন (১৬) একজন ব্যাটারী চালিত মিশুক গাড়ীর ড্রাইভার। গত বছরের  ২৩ ডিসেম্বর,  সকালে ভিকটিম বাসা হতে মিশুক গাড়ী নিয়ে বের হয়ে আর ফিরে না আসায় ভিকটিমের পরিবার তার সাথে যোগযোগ করতে গেলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় এবং আত্মীয়স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পায়নি।

গত বছরের  ২৬ ডিসেম্বর  সন্ধ্যায় দারুস সালাম থানাধীন গাবতলী সিটি কলোনীর নির্মানাধীন সরকারী কোয়ার্টার এর পঞ্চম তলায় ভিকটিমের লাশ পাওয়া যায়।

এ সংক্রান্তে ডিএমপির দারুস সালাম থানায় গ্রেফতারকৃত আসামীসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা নং-১৮ তারিখ-  ২৭/১২/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

এরপর  র‍্যাব-৪ উক্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে এবং হত্যাকারীকে চিহ্নিত করতে সক্ষম হয়। পরবর্তীতে র‍্যাব-১ এবং র‍্যাব-৪ এর একটি চৌকস যৌথ আভিযানিক দল হত্যাকারী মোঃ রবিন মিয়া (৩০)’কে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় নিজেকে আত্মগোপন করে রাখে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মোঃ রবিন মিয়া (৩০) সহ তার অন্যান্য সহযোগীরা পূর্ব শত্রুতার জের ধরে পরস্পর যোগসাজসে ভিকটিম মোঃ লিমন হোসেন (১৬)’কে হত্যার উদ্দেশ্যে উক্ত ভবনে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *