বাগেরহাটের শরণখোলা হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড় : চিকিৎসা দিতে হিমশিম চিকিৎসক-নার্সরা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) :  বাগেরহাটের শরণখোলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ডায়রিয়া আক্রান্ত রোগীতে উপচে পড়েছে। হাসপাতালের ওয়ার্ডে জায়গা না থাকায় অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীদের মধ্যে নারী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।


বিজ্ঞাপন

রবিবার (৬ এপ্রিল) সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, দুটি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ড ডায়রিয়া রোগীতে ভর্তি। হাসপাতালের মেঝে পর্যন্ত রোগীতে ভরে গেছে।


বিজ্ঞাপন

রোগীর স্বজনরা জানান, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে তারা রোগীদের ভর্তি করেছেন, কিন্তু শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা চলছে।


বিজ্ঞাপন

সিনিয়র স্টাফ নার্স জোহরা বেগম জানান, রোগীর চাপ এত বেশি যে শয্যা দেওয়া সম্ভব নয়। চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. আশফাক হোসেন জানান, আবহাওয়া পরিবর্তন ও গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। প্রতিদিন গড়ে ৪০-৫০ জন রোগী ভর্তি হচ্ছেন। তবে পর্যাপ্ত স্যালাইন থাকায় সঠিক চিকিৎসা দিয়ে প্রতিদিন ২০-৩০ জন রোগীকে সুস্থ করে বাড়ি পাঠানো হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *