নিজস্ব প্রতিনিধি খাগড়াছড়ি : “আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটি’র উদ্যোগে ত্রিপুরা ঐতিহ্যবাহী বৈসু উৎসব উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার, ৫ এপ্রিল বিকালে খাগড়াছড়ি সদরের উপজেলা ঠাকুরছড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির পরপরেই
নতুন বাজার মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক শুভ উদ্বোধন করেন জেলা জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং এতে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক ননী ব্রত ত্রিপুরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, শিক্ষা ও সংস্কৃতি চর্চা আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। আসছে ত্রিপুরা প্রধান সামাজিক উৎসব বিসু/ বৈসু। এই বিসু উৎসবে আনন্দ-উৎসবে মাতোয়ারা হলেও, ছেলেমেয়েদের পড়াশোনার দিকেও গুরুত্ব সহকারে নজর দিতে হবে। অভিভাবকদেরও সচেতন হতে হবে

তিনি আরও বলেন,আমাদেরকে অবশ্যই পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও নেতিবাচক মনোভাব পরিহার করতে হবে। হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দৃঢ়ভাবে স্থাপন করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করলে জাতি ও সমাজ অনেকদূর এগিয়ে যাবে। তাই সমাজ ও জাতির কল্যাণে আমাদেরকে অবশ্যই শান্তিপূর্ণ সহাবস্থান ও ঐক্যের কোন বিকল্প নেই।
উদ্বোধনের পরপরেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পরপরেই ত্রিপুরাদের ঐতিহ্যবাহী সুকুই খেলা,ওয়া-করাই,দড়ি টানাসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়৷ পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রেভিলিয়াম রোয়াজা,সমাজসেবা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) রত্ন কান্তি রোয়াজা,সাবেক পরিসংখ্যান কর্মকর্তা সুরজিৎ নারায়ন ত্রিপুরা,ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরাসহ আরও অনেকে।