শতাধিক ড্রেজার মেশিনে খনিজ বালি পাথর চুরির অভিযোগ :  জাদুকাটায় রাতে খনিজ বালি উক্তোলনকালে ১০ লাখ মুল্যের দুই ড্রেজার জব্দ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) :  সীমান্ত নদী জাদুকাটায় রাতের আঁধারে খনিজ বালি উক্তোলনকালে পরিবেশধ্বংসী দুই ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিবাগত রাত আড়াইটায় সুনামগঞ্জের তাহিরপুরের সোহালা গ্রামসংলগ্ন জাদুকাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন


বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদঅরত পরিচালানাকালে কাঠের তৈরী দেশীয় ট্রলারে যুক্ত করা ১০ লাখ টাকা মুল্যে দুটি ড্রেজার জব্দ করা হয়।
এরপর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাসেম জনসম্মুখে ওই দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।


বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে সাবেক আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে বিএনপি নেতা সাবেক এক বািিল পাথর খেকো চেয়ারম্যান লালিত লোকজন দিয়ে গোপনে ড্রেজার প্রতি চাঁদা নিয়ে প্রায় রাতেই থানার ওসি দেলোয়ার হোসেন, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আবুল কালাম চৌধুরীকে ম্যানেজ করে জাদুকাটা নদীর পশ্চিম-পূর্ব পাড়ের সোহালা,কুনাট ছড়া, পাঠানপাড়া,ঘাগড়া,গড়কাটি, মোদেরগাঁও, বিন্নাকুলি, রাজারগাঁও, সত্রিশ, মিয়ারচর গ্রামের সামনে কমপক্ষে শতাধিক ড্রেজার মেশিন লাগিয়ে বালি মহাল ইজারাবহি:র্ভুত সীমানা থেকে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরি করাচ্ছেন।


বিজ্ঞাপন

মঙ্গলবার তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র’র ইনচার্জ আবুল কালাম চৌধুরীর বক্তব্য জানতে যোগাযো করা হলে তিনি বলেন,জাদুকাটা নদীতে ড্রেজার চালানোর বিষয়ে আমি কিছুই জানিনা, ওসি স্যার সবই জানেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *