গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে  ১৫ হাজর ২৫৯ জন শিক্ষার্থী 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।  আজ থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন

ঢাকা শিক্ষা বোর্ড  অধীনে  এবার গোপালগঞ্জে মোট পরীক্ষার্থী  ১৫ হাজার ২৫৯ জন। এর মধ্যে ভকেশনাল ১১৪৮ জন ও দাখিলে ১১৫৮ জন।


বিজ্ঞাপন

জেলায়  ২৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ পরিক্ষায় জেলা প্রশাসনের ১৪ টি পরিদর্শন টিম  সার্বক্ষণিক ওই সব কেন্দ্র পরিদর্শন  করবেন।


বিজ্ঞাপন

বেলা ১০ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শহরের এসএম মডেল গভ. হাই স্কুল ও বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সি ও জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *