নিজস্ব প্রতিবেদক ; প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পতন চেয়ে এক ব্যক্তির করা ফেসবুক পোস্ট নিজ টাইমলাইনে শেয়ার করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. এনামউল্যা। তবে সমালোচনার মুখে পরবর্তীতে এই পোস্ট সরিয়ে ফেলেন তিনি।

গত মঙ্গলবার (১ জুলাই) ‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : প্রধান উপদেষ্টা’ শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ওই সংবাদের শিরোনামের স্ক্রিনশট নিয়ে জাকির হোসাইন নামের এক ব্যক্তি তা শেয়ার করেন নিজ ফেসবুক অ্যাকাউন্টে এবং ক্যাপশন লিখেন ‘আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে কি পতন হবে?’। এই ক্যাপশনসহ ওই পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন হাবিপ্রবি ভিসি।

শেয়ারের পরপরই তা ভাইরাল হয়ে যায়। শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ তা শেয়ার করেন। এতে ভিসি প্রধান উপদেষ্টার পদত্যাগ চান কিনা এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে পরে ভিসি তার ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে ফেলেন।

এ পোস্ট শেয়ারের বিষয়ে জানতে চেয়ে ভিসির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কয়েকবার মেসেজ পাঠালেও তিনি কোনো উত্তর দেননি এবং মেসেজ সিন করে রেখে দেন। পরবর্তীতে তাকে মোবাইল ফোনে এবং হোয়াটসঅ্যাপে কল করে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।