
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে টিএন্ডটি (বিটিসিএল) আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন চলছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেখা যায় শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন অবস্থার মধ্যেই চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। বিদ্যালয়ের মূল ফটকে সাজানো গেট।
জানা গেছে, স্কুলের প্রধান শিক্ষক মোটা অংকের টাকার বিনিময়ে গায়ে হলুদের অনুষ্ঠান করার জন্য ভাড়া দিয়েছেন।
শিক্ষার্থীরা জানে না স্কুলে কিসের আয়োজন চলছে। সকালে তারা স্কুলে গিয়ে দেখতে পায় প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। যে কারণে বৃহস্পতিবার তাদের প্রতিদিনের প্যারেড অনুষ্ঠিত হয়নি। এছাড়া তাদের ক্লাস থেকে বাইরে বের না হবার নির্দেশ দেন শিক্ষকরা। শিক্ষার্থীরা মনে করেছে বাংলা নববর্ষের অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে।
খোঁজ খবর নিয়ে জানা যায় স্থানীয় এক প্রভাবশালীর ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। মধ্যরাত পর্যন্ত গানবাজনা চলবে সেই ব্যবস্থাও করা হয়েছে।