নিজস্ব প্রতিনিধি (যশোর) : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর অভিযানে চৌগাছা হতে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন আসামী গ্রেফতার পূর্বক মামলা দায়ের করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, আজ ১০ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধান ও নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে যশোর জেলার চৌগাছা থানাধীন সিংহঝুলি ইউপির ০৫নং ওয়ার্ডের জগন্নাথপুর পূর্বপাড়া গ্রাম হতে আসামী মোঃ আসাদুল ইসলাম (৩৮), পিতাঃ মৃত ইমান আলী, মাতাঃ মোছাঃ আয়াতুন নেছা, সাং- জগন্নাথপুর পূর্বপাড়া, ওয়ার্ড নং- ০৫, ইউপি- সিংহঝুলি, থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ এবং আসামী, মোঃ আলমগীর হোসেন টুকু (৪৬), পিতাঃ মৃত ছানার উদ্দিন, মাতাঃ মোছাঃ জাহানারা বেগম, সাং- জগন্নাথপুর পূর্বপাড়া, ডাকঘরঃ সিংহঝুলি-৭৪১০, ওয়ার্ড নং- ৫, ইউপি- সিংহঝুলি, থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর কে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ- ৪৭,০০০ (সাতচল্লিশ হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়।

পৃথক দুইটি ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ ও উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় আসামীদ্বয়ের বিরুদ্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করেন।