জয়পুরহাটে ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গুলি  :  একজন আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

জয়পুরহাট প্রতিনিধি  :  জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামিম হোসেন মন্ডলকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনার পর পালানোর সময় রুবেল হোসেন নামে এক হামলাকারিকে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় বেঁচে গেছেন ছাত্রদল নেতা শামিম।


বিজ্ঞাপন

গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত রুবেল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের শাহাদাদ মোল্লার বাসিন্দা।


বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা শামিম হোসেন মন্ডল গতরাতে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে বসে কয়েকজনের সাথে আড্ডা দিচ্ছেলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ৬ জন হেলমেট পরিহীত ব্যক্তি এসে শামিমকে লক্ষ্য করে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়।


বিজ্ঞাপন

এ সময় শামিম চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারিদের ধাওয়া দিলে দুটি মোটরসাইকেলে করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা হামলাকারি একজনের মধ্যে রুবেলকে আটক করে মারধর করে পুলিশে দেয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি। আহত রুবেলকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামীম হোসেনের নেতাকর্মীদের অভিযোগ, শামিম হোসেন পাঁচবিবি পৌরসভার আগামী মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তারই শত্রুতার জেরে ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত চলছে। তদন্তের পর হামলার প্রকৃত কারণ বলা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *