মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ এপ্রিল) রাতে নড়াইল পৌরসভার দুর্গাপুর ক্লাব মোড় হতে চোর আমিরুল ইসলাম (২০) ও সাথে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আমিরুল ইসলাম নড়াইল জেলা সদর উপজেলায় পৌরসভার ভওয়াখালী দক্ষিণপাড়া গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,গত সোমবার (১৪ এপ্রিল) দুপুরে আরিফ শেখের একটি apache 4v মোটরসাইকেল রতোডাঙ্গা বাজার থেকে চুরি হয়ে যায়। পরে সদর থানায় একটি অভিযোগ করলে,উক্ত অভিযোগের ভিত্তিতে নড়াইল জেলার গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শাহাদারা খান এর তত্ত্বাবধানে এসআই মো.ফারুক হোসেন,এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানার পৌরসভা দুর্গাপুর ক্লাব মোড় হতে বুধবার রাতে চুরি যাওয়া apache 4v মোটরসাইকেল উদ্ধার ও চোর আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
