মোঃ সাইফুর রশিদ চৌধুরী : মহান মে দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ১ মে, সকাল ১১ টায় গোপালগঞ্জ জেলা শহরের কুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড হতে এ বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের, গোপালগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহবুব আলী সোহেল, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবীর বিপ্লব, আজিজুর রহমান বেনা।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহ, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জামীর মোল্লা, জেলা যুবদল নেতা মো: ইমন মোল্লা, মো: ইফতেখার ইফতি আলী, মো: শান্তসহ অন্যান্য নেতারা অংশ নেন।
এছাড়াও এ শোভাযাত্রায় গোপালগঞ্জের বাস শ্রমিকসহ বিভিন্ন পেশার শ্রমিক অংশগ্রহণ করেন।