নিজস্ব প্রতিনিধি (মোহনগঞ্জ) : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও নতুন অফিস উদ্বোধন আজ ১ লা মে বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ উপজেলা রোড (অডিটোরিয়াম সংলগ্ন) জমিয়তের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা মাহমুদুল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি ও নেত্রকোণার জেলা সভাপতি মুফতি মুহাম্মদ তাহের কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য মাওলানা রুহুল আমীন নগরী।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াসিন আহমদ, সহসভাপতি মাওলানা আনিসুর রহমান জৈনপুরী, মুফতি আলমগীর হোসাইন, হাফেজ শফিক বিন আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আউয়াল, সহসাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, মাওলানা আল আমীন, মাওলানা জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান ফয়সাল, সহসাংগঠনিক সম্পাদ হাফেজ কারী মাসুম বিল্লাহ, অর্থসম্পাদক মাওলানা মাকসুদ হাসান বায়েজিদ, স্বাস্থ্য সম্পাদক ডা: জুলফিকার আহমদ, প্রচার সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হা: মাওলানা শফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক রুহুল আমীন, মাওলানা কামাল আল হাদী, মাওলানা ইমদাদুল হক সাদী, মাওলানা রাজিব, মাওলানা আবদুর রহিম, মাওলানা সাজ্জাদুল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম নূরী, মোহনগঞ্জ পৌর ছাত্র জমিয়তের সভাপতি নিয়ামুল হক লিয়ন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি তাহের কাসেমী বলেন,
জমিয়তে উলামায়ে ইসলাম একটি ঐতিহ্যবাহী দল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন আজ বিশ্ব শ্রম দিবস। শুধু দিবস কেন্দ্রীক নয়,প্রতি দিনই শ্রমিকের ন্যায্য অধিকার দিতে হবে। ইসলামেই প্রকৃত শ্রমিকের মর্যাদা ও অধিকার দিয়েছে। তাই ইসলামি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি ইসলাম বিদ্বেষী নারী কমিশন বাতিলের দাবিতে জমিয়ত কর্মীদের সোচ্চার ভূমিকা পালন করার আহবান জানান।