মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দিতে এলো “এক্সট্রিম এরোসল”  : বসুন্ধরা টয়লেট্রিজ পরিবারের নতুন সংযোজন

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : রবিবার  ৪ মে, বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের নতুন সংযোজন “বসুন্ধরা এক্সট্রিম এরোসল- ইনসেক্ট কিলার” এর উদ্বোধনী অনুষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের (BIHQ) লেভেল-৫ এর ট্রেনিং হলে আয়োজিত হয়।


বিজ্ঞাপন

বসুন্ধরা এক্সট্রিম এরোসল একটি শক্তিশালী ও কার্যকর মশা এবং অন্যান্য পোকামাকড়নাশক স্প্রে, যা বাজারে বিদ্যমান পণ্যগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে পণ্যের উপাদান, কার্যকারিতা ও বাজারে সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ। তিনি বলেন “বসুন্ধরা এক্সট্রিম এরোসল আমাদের ঘরোয়া নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু , ম্যালেরিয়া ও চিকনগুনিয়া সহ সকল ধরণের মশাবাহী রোগ প্রতিরোধ করতে বসুন্ধরা গ্রুপ পণ্যটি বাজারে নিয়ে এসেছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এই পন্যটি তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট পরিমাণে এটি ব্যবহার করলে এটি মশাসহ ঘরের অন্যান্য পোকামাকড় মারতে সহায়ক”।


বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন শাহেদ জাহিদ, চিফ অপারেটিং অফিসার (COO), সেক্টর–সি, বসুন্ধরা গ্রুপ। তিনি বলেন “পণ্যটি দেশের সর্বত্র পৌছে দিতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। এই পণ্যটি বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষদের কাছে ভোক্তার চাহিদা অনুযায়ী পৌছে দিতে আমরা কাজ করে যাচ্ছি”।
অনুষ্ঠানে এছাড়াও বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *