ঝালকাঠি প্রতিনিধি : বিশিষ্ট লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিমের লেখা বইয়ের মোড়ক উম্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার হলরুমে সংস্থার সভাপতি মো: এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট ও টকশো ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিম।

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার সহসভাপতি দৈনিক বাংলার জেলা প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস, সহসভাপতি ও আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মো: রুবেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাসুম খান, কোষাধ্যক্ষ মো: বাবুল মিনা প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা: তারেক রহমানের ৩১ দফা বইটির মোড়ক উম্মোচন করা হয়।বইটি তিনি অনেক গবেষনা করে লিখেছেন ও প্রকাশিত করেছেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিম বলেন, “আমি ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করি। ৮ম শ্রেনিতে পড়া অবস্থায় লেখালেখির কাজে জড়িত হই। ১৯৯৮ সালে সাংবাদিকতা পেশায় প্রবেশ করি। আমি বাকী জীবন টুকু এর মধ্যে কাটাতে চাই।

তিনি রাজনীতি প্রসংগে বলেন, আমি বিএনপি’র রাজনীতিতে জড়িত থাকার কারণে অনেক মামলা হামলার শিকার হয়েছি।বাবার মৃত্যুর পর মুখ দেখতে পারি নাই। জানাযার নামাজে দাফন কাফনে শরীক হতে পারি নাই। দীর্ঘদিন প্রবাসে এসেইল জীবন যাপন করতে হয়েছে।
আমি যদি ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) থেকে বিএনপি’র মনোনয়ন ও দেশ সেবার পাই সুযোগ পাই তাহলে দেশ ও জাতির জন্য সর্বোচচ চেষ্টা চালাবো। তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।”
সভাপতির বক্তব্যে এমদাদুল হক স্বপন বলেন, “লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিম ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের একমাত্র যোগ্য প্রার্থী।
কারণ তিনি ২০০১ সাল থেকে দল ও জনমানুষের সেবা করে আসছেন। বহু লোকের দেশ বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকল্যাণমূলক সংগঠন করেছেন। তিনি হঠাৎ করে আকাশ থেকে পড়ে দলের নমিশেন চাইছেন না।
দলের জন্য তার অনেক ত্যাগ তিতিক্ষা আছে।দীর্ঘদিন যাবত তাকে আমরা মাঠে ময়দানে কাজ করতে দেখেছি। তার মত একজন সৎ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।”