পিবিআই’র ২ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ রবিবার  ২৭ জুলাই,  সকাল ১১ টা ৩০ মিনিটের সময়  পিবিআই এ কর্মরত ২ (দুই) জন কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পিবিআই হেডকোয়ার্টার্সে অনাড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি, মোঃ মোস্তফা কামাল । তিনি বিদায়ী কর্মকর্তাদেরকে ক্রেষ্ট প্রদান পূর্বক বিদায়ী সংবর্ধনা জানান ।


বিজ্ঞাপন

বিদায়ী কর্মকর্তা হলেন অ্যাডিশনাল ডিআইজি (চলতি দায়িত্বে)  খন্দকার নুর রেজওয়ানা পারভীন এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার শিরিন আক্তার।


বিজ্ঞাপন

বিদায় অনুষ্ঠানে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামাল বলেন, ২ জন কর্মকর্তাই স্ব-স্ব ক্ষেত্রে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করেছেন ।


বিজ্ঞাপন

তিনি আরো বলেন, “পুলিশের চাকরিতে ট্যাক্টফুল হতে হবে। বিষয়টি ব্যাপক হলেও এটা কঠিন ও বুঝে কাজ করতে হবে। অতি বাড়াবাড়ি , অতি উৎসাহ ভাল নয়। পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।”

ডিআইজি (পূর্বাঞ্চল) মোঃ সায়েদুর রহমান বলেন, “রেজওয়ানা পারভীন দুই দফায় এবং শিরিন দীর্ঘ সময় পিবিআইতে চাকুরী করেছেন । পিবিআই নিয়ে আপনাদের অন্যরকম অনুভূতি থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন । ”

ডিআইজি (পশ্চিমাঞ্চল) মোঃ সুজায়েত ইসলাম বলেন, “০২ জন কর্মকর্তা যেন নতুন কর্মস্থলেও ভাল কাজের পরিবেশ পান সেই আশা ব্যক্ত করেন।”

বিদায়ী কর্মকর্তা পুলিশ অ্যাডিশনাল ডিআইজি(চলতি দায়িত্বে)  খন্দকার নুর রেজওয়ানা পারভীন, পিবিআই সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন , তিনি সুদান মিশন থেকে প্রথম পিবিআই আসেনে এবং পিবিআই চাঁদপুরে পোস্টিং পান ।

পিবিআই চাঁদপুরকে তিনি পরিবারের মত মনে করেন।পিবিআইতে দ্বিতীয় পোস্টিং -এর সময় সময়ও তিনি অত্যন্ত আনন্দিত হন। তিনি পিবিআইকে মনে প্রাণে ধারণ করবেন এবং সুযোগ পেলে সহযোগিতা করার মনোভাব প্রকাশ করেন ।

অপর বিদায়ী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার শিরিন আক্তার পিবিআইতে প্রায় ৫ (পাঁচ) বছর কর্মজীবনের কথা স্মরণ করে পিবিআইকে মনে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিদায় অনুষ্ঠানে পিবিআই হেডকোয়ার্টার্সের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *