ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

ঝালকাঠি প্রতিনিধি   :  গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলায় জেলায় মানববন্ধনের অংশ হিসেবে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা।


বিজ্ঞাপন

রোববার বেলা সারে ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকসহ সুশীল সমাজ ও রাজনৈতিক নেতারা অংশ নেন। এতে সাংবাদিকদের একাধিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।


বিজ্ঞাপন

ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার প্রধান উপদেষ্টা দৈনিক দুরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহা, সমাজসেবক ও শিক্ষানুরাগী আনোয়ার হোসেন আনু, কবিতা চক্রের জেলা সভাপতি আল আমিন বাকলাই, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, এনসিপি জেলা সভাপতি মাইলুল ইসলাম মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারন সম্পাদক সমিরন হালদার, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক লাভলী আক্তারসহ বিভিন্ন পেশার অনেকে বক্তৃতা দিয়েছেন।


বিজ্ঞাপন

এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কাগজ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক শংকর দাস পবন, সাংবাদিক শফিকুল ইসলাম হিরু, সাংবাদিক আঃ কুদ্দুস, সাংবাদিক জহিরুল ইসলাম লস্কর প্রমুখ।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে হয়ত সাংবাদিক তুহিনকে আজ প্রাণ দিতে হতো না। সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। তারা তুহিন হত্যার বিচার কাজ দ্রুত বিচার টাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদত দেয় তাদেরও গ্রেফতার করতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনের কলেজ রোডস্থ কার্যালয়ে প্রয়াত সাংবাদিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেছেন সংস্থার সহ-সভাপতি আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মো. রুবেল খান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *