ফরিদপুরের চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি  :  ফরিদপুরের চরভদ্রাসন থানাকে ঘুষ, দুর্নীতি, টাউট-বাটপার ও দালালমুক্ত ঘোষণা করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি)রজিউল্লা খান।তিনি বলেন, “কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা নিন।”


বিজ্ঞাপন

রবিবার (১০ আগস্ট) নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে ওসি জানান, থানায় আগত সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে তিনি সতর্ক নজর রাখছেন এবং আইনি সহায়তা প্রদানে বদ্ধপরিকর।


বিজ্ঞাপন

মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ইভটিজিং দমনে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “যতদিন চরভদ্রাসনে আছি, অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক, অপরাধ করলে ছাড় নেই।” তিনি আরও জানান, পুলিশ সুপারের নির্দেশে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন।


বিজ্ঞাপন

স্থানীয় সেবা গ্রহীতারা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, আন্তরিক পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে বড় ভূমিকা রাখতে পারে। তবে থানার বাইরে জিডি বা কেস লিখতে কম্পিউটার দোকানগুলো অতিরিক্ত টাকা নেয়, যা গরিব মানুষের জন্য চাপ সৃষ্টি করে—এ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান তারা।


বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি, পুলিশের নিয়মিত টহল বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে এবং অপরাধীদের আনাগোনা কমেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *