লাউ চিচিঙ্গা চাষে কৃষক শাহজাহানের সাফল্য

Uncategorized অর্থনীতি গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :   ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খালাজোড়া এলাকায় মো: শাহজাহান মিয়া এক কৃষক উচ্চ ফলনশীল জাতের লাউ ও চিচিঙ্গা চাষ করে বেশ সফলতা পেয়েছে। ইতিমধ্যে তিনি এলাকায় বেশ সারা ফেলেছেন। ফলন ও বিক্রিতে দর ভালো পাওয়ায় তিনি দ্বিগুন লাভের আশা করছেন।


বিজ্ঞাপন

গত এক সপ্তাহ ধরে তিনি লাউ ও চিচিঙ্গা বিক্রি করছেন। বিক্রিতে দর ভালো পাওয়ায় তার মুখে হাসি ফুটে উঠেছে। কৃষক শাহজাহান মিয়ার পরিবারে স্ত্রী, ২ মেয়ে ১ছেলে রয়েছে।

কৃষক শাহজাহান বলেন,গত প্রায় ২ মাস পূর্বে দেশীয় পদ্ধতিতে ৩৫ শতাংশ জমিতে লাউ ও চিচিঙ্গা আবাদ করি। ওইসব আবাদে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়।  গত এক সপ্তাহ ধরে ওইসব বিক্রি করছি। প্রতিদিন গড়ে ২০-২৫ টি লাউ এবং ৭-৮ কেজি চিচিঙ্গা বিক্রি করছি। প্রতি পিচ লাউ ১০০-১১০ টাকা ও প্রতিকেজি চিচিঙ্গা ৪০-৪৫ টাকায় বিক্রি করছি। এই পযর্ন্ত প্রায় ১৫ হাজার টাকা বিক্রি করা হয়। কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে  এই জায়গা থেকে নিজেদের চাহিদা মিটিয়ে ৭০ হাজার টাকার উপর লাউ চিচিঙ্গা বিক্রি হবে বলে আশা করছি।


বিজ্ঞাপন

কৃষক শাহজাহান বলেন, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জে। খালাজোড়া এলাকায় প্রায় ১৫ বছর ধরে বাস করছি। এক সময় অন্যের জমি বর্গা নিয়ে ধান  চাষ করি। ধান চাষে ফলন ভালো না হওয়ায় লোকসান গুনতে হতো। কোন উপায় না পেয়ে কৃষি অফিসের পরামর্শে লালশাক, ডাটাশাক, পুইশাক, কলমিশাক ও পাটশাক দিয়ে যাত্রা শুরু করি। বর্তমানে ৭০ শতাংশ জায়গার মধ্যে ৩৫ শতাংশ জায়গাতে লাউ ও চিচিঙ্গ  বাকী ৩৫ শতাংশ জায়গাতে নানা জাতের সবজি চাষ করি। ফলন ও ভালো হয়।
এদিকে তার এই সফলতা দেখে এলাকায় অনেকেই সবজি আবাদ করে নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন।


বিজ্ঞাপন

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন, সবজি চাষ কম খরচে লাভ বেশী হওয়ায় এ উপজেলার বিভিন্ন এলাকায় বানিজ্যিকভাবে সবজি আবাদ করা হচ্ছে। সবজি আবাদে কৃষকদেরকে সার বীজসহ অন্যান্য উপকরণ দেওয়াসহ ফলন বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *