সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ৬ অডিটরের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : গত বছরের  ৫ই আগস্ট ২০২৪-এর পর থেকে অডিট ভবনে অনিয়মতান্ত্রিক ঘেরাও কর্মসূচী ও সরকার বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৬ জন অডিটরের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দেশপ্রেমিক ছাত্র-জনতা।


বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সকল অডিটরের ২য় শ্রেণী (গ্রেড-১০) রূপান্তরের নামে ১৫ জন কর্মচারীর কাছ থেকে মোট ২০,০০০ টাকা চাঁদা আদায় করে মহামান্য হাইকোর্টে সরকারের চলমান কার্যক্রমে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে, যার সংখ্যা যথাক্রমে ৩৭৮/২০২৪, ৩৯৮/২০২৪, ৪১৯/২০২৪, ৩৪/২০২৫, ৪১৩/২০২৪, ১৫/২০২৫ এবং ৮৭/২০২৫।

মামলা দায়েরকারী অডিটররা হলেন : মোঃ মাজহার, অডিটর, পে টু সিজিডিএফ, ঢাকা। আব্দুল গনি, অডিটর, স্বরাষ্ট্র সিএও, ঢাকা। মোঃ রাশেদ, অডিটর, গণপূর্ত মহাপরিচালকের অডিট দপ্তর, ঢাকা। মোঃ সোহেল মিয়া, অডিটর, সিজিডিএফ, ঢাকা। মোঃ লিখন মিয়া, অডিটর, প্রতিরক্ষা মহাপরিচালকের অডিট দপ্তর, ঢাকা এবং  দেলোয়ার জাহান রনি, অডিটর, স্বাস্থ্য পরিচালকের অডিট দপ্তর, ঢাকা।


বিজ্ঞাপন

ছাত্র-জনতার দাবি, উক্ত কর্মচারীরা বর্তমান সরকারের বিরুদ্ধে কার্যক্রমে লিপ্ত ছিলেন এবং অনির্দিষ্টকালেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তারা আরও বলেন, যদি এদের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য খতিয়ে দেখা হয়, তাহলে কোটি কোটি টাকার চাঁদাবাজি ও অনিয়মের চিত্র সামনে আসবে।


বিজ্ঞাপন

দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার উদ্দেশ্যে, তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে, উক্ত ৬ জন কর্মচারীর বিরুদ্ধে তৎপরভাবে তদন্ত শুরু করে তাদের সাময়িক বরখাস্ত ও যথাযথ বিভাগীয় শাস্তি প্রদান করা হোক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *