নিজস্ব প্রতিবেদক : “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর আভিযানিক দল গতকাল সোমবার ২৫ আগস্ট, কুরিয়ার সার্ভিসের আড়ালে মাদক পাচারকালে মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে।

উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজিব শেখ (২৪) এবং মোঃ হাসান (২১) ‘কে গ্রেফতার করে।

মামলার এজাহার ও র্যাব-৪, সিপিসি-২, সাভার সূত্রে জানা যায়, গতকাল সোমবার ২৫ আগস্ট, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জননী কুরিয়ার সার্ভিসে একটি গাঁজার পার্সেল এসেছে।
তৎক্ষণাৎ সিপিসি-২, সাভার এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসে অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজার একটি পার্সেলসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজিব শেখ (২৪) কে গ্রেফতার করে।
পরবর্তীতে অপর একটি অভিযানে পল্টন থানাধীন মুন্সি এক্সপ্রেস পার্সেল সার্ভিসে অভিযান পরিচালনা করে ৫.০৯ কেজি গাঁজার একটি পার্সেলসহ মাদক ব্যবসায়ী মোঃ হাসান (২১)’কে গ্রেফতার এবং তার দেওয়া তথ্যমতে পুরানা পল্টনে বাংলাদেশ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচলানা করে আরো ৪.৯৫ কেজি গাঁজার একটি পার্সেল উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।