নিজস্ব প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালী সদর উপজেলার শৌলা গ্রামের মোঃ আব্দুল হক (৫৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে দুই শিশুকে (বয়স ১২ ও ১৩) একাধিকবার ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত আব্দুল হক দীর্ঘদিন ধরে ফকির সেজে ভুক্তভোগী দুই শিশুকে “বজজিন ভর করেছে” বলে ভয় দেখিয়ে গভীর রাতে ধর্ষণ করতেন। প্রথমে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে আব্দুল হক এর কাছে জিজ্ঞাসা করলে তিনি টোটাল বিষয়টি অস্বীকৃতি জানান।
এরপর ভুক্তভোগীদের পরিবার থানায় মামলা দায়ের করে। এই মামলায় আব্দুল হক দুইবার কারাভোগ করলেও অর্থের বিনিময়ে জামিনে বের হয়ে আসেন।

ভুক্তভোগী ফাতিমা ও কুলসুমের মা বেগম কে বর্তমানে , জেল থেকে মুক্তির পর অভিযুক্ত আব্দুল হক ও তার সহযোগীরা আলামিন. হাসান. রহমান . সহ ভুক্তভোগী পরিবারকে হত্যা ও মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।

একইসাথে ঘটনাটি ধামাচাপা দিতে জমিজমার বিরোধকে সামনে এনে এলাকাবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করছে।
আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।